**কবিতা**
কবিতা আমার ছোট্ট বেলা
কবিতা মনের সাথী
যত অভিমান দুঃখ সুখে
কবিতা নিয়েই মাতি ।।


যতবার ভাবি এই পথ ভুলে
হেটে যাই অন্য পথে
কবিতা এসে হাতটি ধরে
রয়ে যায় সাথে সাথে ।।


যখন থাকি একলা ঘরে
দুয়ার বন্ধ করে
কবিতা তখন নেচে বেড়ায়
আমার উঠোন পরে ।।


যখন আমার ছোট্ট আকাশ
মেঘেতে যায় ঢেকে
কবিতা তখন বৃষ্টি হয়ে
রামধনু যায় এঁকে ।।


জোৎস্না ঢাকা একলা রাতে
যখনই মরি ভয়ে
কবিতা তখন কাঁথার মত
জড়িয়ে থাকে গায়ে ।।


যখন চোখে ঘুম আসেনা
স্বপ্ন হারায় দূরে
কবিতা তখন ছন্দ বিলায়
গান গাই সুরে সুরে ।।


কবিতা হোক দিন রাত্রি
কবিতা ধরি বুকে
যতদিন বাঁচি কবিতা যেন
রয়ে যায় সুখে-দুখে।।


(কবিতা দিবসের শুভেচ্ছা)
২১ মার্চ, ২০১৭।
ঢাকা, বাংলাদেশ।