কোন পাথারে গিয়ে তুমি
নৌকা ভাসাও মাঝি
সংগে নেবে? সবটা ফেলে
যেতেও আমি রাজি ।।


যা ছিলো তা দুঃখ বাড়ায়
কান্না ঝরায় রোজ
জলের মাঝেই হয়তো পারো
দুঃখ ভোলার খোঁজ ।।


আঁধার ডোবা দিন রাত্রি
ক্ষীণ আলোর রেখা
ঐ নদীতে জলের তলে
পাবো কি তার দেখা ??


কোন অলখে হারিয়ে গেছে
স্বপ্ন দেখার দিন
স্রোতের তোড়ে ফেরাও যদি
থাকবে আমার ঋণ ।।


আর করো না দেরী মাঝি
নৌকা ভাসাও জোরে
নইলে জীবন হবেই সারা
জাগবোনা কাল ভোরে ।।


২৫ জুন, ২০১৯
ঢাকা, বাংলাদেশ।