আকাশ মাটি পাহাড় চষে
প্লাস্টিক অবশেষ
বলতে পারো মিলবে কোথায়
দূষণ মুক্ত দেশ ?


সমুদ্রেতে খাদ্য ভেবে
খাচ্ছে জলের প্রাণী
মাটির উপর একই ভুলে
ঘটছে প্রাণ হানী।


হিমালয়ের শীতল চূড়ায়
সাধারণের অগম্য
বাদ দেয়নি অধম কীট
দূষণ করাই ধম্ম।


জল স্থল অন্তরীক্ষে
জয়ের কেতন উড়ছে
সভ্য আজ হল বর্বর
প্লাস্টিকের বর্জ্যে।


গরুর ছাগল পাখির মত
অবলা সব জীবন
না বুঝে প্রাণ হচ্ছে বলি
প্লাস্টিকের দূষণ।


দোহাই মানুষ বোঝো তুমি
জ্ঞান গরিমার মানে
সময় আছে সজাগ কর
দূষণের কি মানে!


ব্যাধির মন্দির নাইবা করলে
এই ধরণীর কোন
প্রাণের মধ্যে প্রাণ সঞ্চার
হোক আমাদের পণ।


সভ্যতা আজ বশ হয়েছে
স্বার্থ অন্ধ মোহে
কোটিপতির মরণ হচ্ছে
কেবল অচ্ছুৎ হয়ে।


অপচ্য এই প্লাস্টিক ব্যাগে
যত্নে বাজার আনে
পুনর্ভব সময় সাপেক্ষ
শিক্ষিত মাত্রই জানে।


জুতো থেকে চন্ডী পাঠ
সবেতে প্লাস্টিক ব্যাগ
শুধরে নেওয়ার নেইযে দেরী
এইবেলা করো ত্যাগ।
(০৩/৭/২১)