এ যেন এক মানুষকে আপন করে বুকে টেনে নিয়ে,
নতুন গন্তব্যের লোভ দেখানো,
তারপর সুট করে ট্রেন এ তুলে দিয়ে হারিয়ে যাওয়া,
ট্রেন থামলো এক রাতের সন্ধিক্ষণে,
আমি যখন অন্ধকারের ভালোবাসায় মগ্ন,
তুমি তখন আমায় মন্দ বানানোর ব্যার্থ প্রচেষ্টায় ক্লান্ত,
সবাই নিঃস্ব হয়ে গেলে,
একে অপরকে দেওয়া রক্তিম গোলাপ
আজ ভারী নিয়মের বইয়ের পৃষ্ঠার চাপে,
জমে যাওয়া রক্তের শুকনো চাঁই ।
অনবদ্য নিবেদন
কবিকে আমার সংগ্রামী অভিনন্দন
অসাধারণ সুন্দর ভাব্নার জীবন ও বিরহের কবিতা ।
চমৎকার অনুভূ্তির প্রকাশ ।
হাজারো শু্ভেচ্ছা ও শু্ভকামনা প্রিয় কবি ।
ভাল থাকুন সদা ।
কবি,অনেক ভাল লাগার মত কাব্য আবহমান আসক্তি,মুগ্ধতা রাশি রাশি।
অনন্য কাব্য
ভালো থাকবেন সবাই
অপূর্ব সুন্দর বিরহ প্রকাশ কাব্য কথায় । শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
অসামান্য.. লিখেছেন! মুগ্ধ হলাম। এই দুঃসময়ে পরম করুনাময়ের কৃপায় সুস্থ থাকুন এই কামনা।
শব্দ বিন্যাসের চমৎকারিত্বে রূপক কবিতায়
পেলাম দারুন উপাদেয় কাব্যসুধা।
খুব ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
অনবদ্য অনুভূতিময় উপস্থাপন।
অনেক অনেক মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
অতুলনীয় কবিতা।
সুন্দর মনোভাব প্রকাশ।
ভালো লেগেছে খুব।
দারুণ সুন্দর
ভরলো অন্তর।
দর্শন যত হয় সাধারণ
ততই খুলে যায় আবরণ।
ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো।
ভাববাদ দর্শন, বোঝার দর্শন,
দর্শন আনুক চেতনা;
তবেই মোরা মুক্তি পাব,
বুঝতে পারব যাতনা।
শুভেচ্ছা অনন্ত। ভালো থাকবেন কবি বন্ধু।
অসাধারণ কাব্য অনুভূতি। ভালো থাকবেন।