এ যেন এক মানুষকে আপন করে বুকে টেনে নিয়ে,
নতুন গন্তব্যের লোভ দেখানো,
তারপর সুট করে ট্রেন এ তুলে দিয়ে হারিয়ে যাওয়া,
ট্রেন থামলো এক রাতের সন্ধিক্ষণে,
আমি যখন অন্ধকারের ভালোবাসায় মগ্ন,
তুমি তখন আমায় মন্দ বানানোর ব্যার্থ প্রচেষ্টায় ক্লান্ত,
সবাই নিঃস্ব হয়ে গেলে,
একে অপরকে দেওয়া রক্তিম গোলাপ
আজ ভারী নিয়মের বইয়ের পৃষ্ঠার চাপে,
জমে যাওয়া রক্তের শুকনো চাঁই ।