বন্ধ মোদের সব দরজা অনেকটা মাস ব্যাপী ,
মনখারাপ আর শঙ্কা তে তাই দিনের হিসাব মাপি ||
মনের প্রিয় মানুষকে তাই পাইনি অনেক দিন ,
সবার সাথে মেলার আশায় হোক শুরু এই দিন ||
এই প্রভাতের নতুন আভা খুলুক সবার আঁখি ,
দূরে থেকেই সেই কটা দিন হই যেন ভাই সুখী ||
==========================
আমার গাওয়া একখানি রবীন্দ্রসংগীত দিলাম এই লিংক এ শুনবেন সময় পেলে, https://youtu.be/6SC_6LLX_YA
ভাললাগা ও শুভেচ্ছা রইলো কবি ।
ভালো থাকুন ।
আগামী সুখের নতুন দিনের প্রত্যা্শী ।
শু্ভেচ্ছা ও শু্ভকামনা অনন্ত , সু্স্থ থাকুন প্রিয় কবি ।
শুভেচ্ছা রইল কবি বন্ধু।
প্রিয় কবিকে শুভেচ্ছা