শৈশবে বড় রাস্তার মোড়ে
রেলগেইটের সামনে মাইকে তেজোদৃপ্ত কণ্ঠে কেউ বলছিল
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
সহসা লাখো মানুষের কণ্ঠে
ধ্বনিত হয় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”
“আমার নেতা, তোমার নেতা...”
তখন সমস্ত শরীর যেন রক্তের হীম স্রোত বইতে থাকে।
গায়ের লোমগুলো সহসায় দাঁড়িয়ে যায়!
কে সেই শেখ মুজিব!
কেমন দেখতে ছিলেন?
কেমন করে এদেশের মানুষকে স্বাধীনতার সূর্যটা এনে দিলেন!
সব কিছুই ছিল আমার মনের একান্ত প্রশ্ন।
আজ সেই প্রশ্নের উত্তর সবাই জানে
জানতে পেরেছে,
সত্যের চাঁদ কখনো ঢেকে রাখা যায় না।
এদেশ যেমন সত্য
বঙ্গবন্ধু তেমনি সত্য চিরঞ্জীব।