স্বপ্নচুড়া মেঘে ভেসে
এক পশলা বৃষ্টির মতো
তার আসার কথা ছিল
এই ভরা বর্ষায়
আনন্দ বেদনার এই জীবনটাকে
ভাগ করে নেবার ও কথা ছিল
বাবুই পাখির মতো
খড় কুটায়
এলোমেলো ঘর গুছিয়ে
আমাদের দিন ও রাত কেটে যাবে
অনন্ত সুখের সপ্ত ডিঙায়।
কথা ছিল পরন্ত বিকেলে
সূর্যির আলো মেখে
ভালবাসার কাঁথা সেলাই করবে
পরম যতনে
হিম হিম কুয়াশা ঝড়া রাতে
সে কাঁথা জড়িয়ে
আমি ভালবাসার উষ্ণতা নেব
ভোরের শিশির কুড়িয়ে
মালা গেথে আমাকে পরানোর কথা ছিল
আর আমি
সে কথায় স্বপ্ন দেখেছি
রোমিও কিংবা রবীন্দ্র নাথের মতো
বেড়ে ওঠা ভুঁই লতার মতো
আমারও মনে বড় হচ্ছিল
আগত দিনের স্বপ্নবিলাশ বৃক্ষ।
বুঝতে পারিনি সে বৃক্ষের কাণ্ড
কতটা বড় হলে
ঝড়ো হাওয়ায় ভেঙ্গে যাবে!
ভেঙ্গেছিল একদিন
স্বপ্নবিলাশ একদিন ভেঙ্গেছে
সব শাখা হারিয়ে
সে এখন গৃহিনীর উনুনে পোরার অপেক্ষায় আছে
হায় ভাল বাসা
হায় স্বপ্নবিলাশ
এ যে শুধুই এক খণ্ড
শুকনো খড়ি।