চোখ খুললেই শুনতে পাই বর্ণমালার কথা,
অনেক প্রাণে
অনেক দামে
আমার স্বাধীনতা।
দাওয়ায় বসে পড়ছে বই
আমার খোকন সোনা,
রঙিন বইয়ে আছে মজা
হাতে হইনি গোনা।
অ তে অজগর
আ তে আম,
ব তে বাংলা ভাষা
তার যে অনেক দাম।
মায়ের ভাষায় বলব কথা
সে তো মোদের  ন্যায্য অধিকার,
তাতেই কারা বাধা দিবে
ভাষাটা কি তাদের
বাপ দাদার।
সে ভাবনায় সেদিন প্রাতে
মিছিল হলো ঢাকায়,
হঠাৎ বুকে বুলেট বিঁধে
বাংলা ভাষার আল্পনাটা আঁকায়।
বাংলা মায়ের সোনার ছেলে
ভাষার জন্য শহীদ হলেন সেদিন,
সেদিন থেকে আমরা আজও
ভুলতে পারিনি এই জীবন দানের ঋণ।