তিস্তা পাড়ের হাজার মানুষ
দুঃখ নিয়ে বাঁচে,
সুখ যে তাদের ধুসর স্মৃতি
দুঃখ আগে পাছে।
দুখ প্রদীপে সুখ পুড়ে যায়
বাড়ে মনের জ্বালা,
দুঃখগুলো ফুল হয়ে
তাদের গলায় পড়ায় মালা।
তিস্তা পাড়ের হাজার মানুষ
সুখ যে ভুলে যায়,
কঠিন তাদের জীবন ধারা
খাবার নাহি পায়।
জমি-জমা সবই গেল
দৈত্য নদীর পেটে,
বেকার ঘুরে মরছে তারা
কাজটি নাহি জোটে।
তিস্তা পাড়ের হাজার মানুষ
কান্না ভুলে যায়,
নতুন বধূর নাকের নোলক
নদীটা কেড়ে নেয়।
তিস্তা এদের বাঁচায়, মারে
তিস্তা এদের আপন করে।
তিস্তা পাড়ে ঘর করে আজ
আমরা করি বাস,
তিস্তা পাড়ের ছেলে আমি
তিস্তায় করি চাষ।