ফুল নিয়ে যাও
আজকে আমার কাছে আছে
অনেকগুলো ফুল
এগুলো সব ফুল নয় গো
জীবন দানের মুকুল।
আমার কাছে হলুদ গাঁদা
রক্ত জবা, গোলাপ
এই ফুল বেঁচবো নাগো
দিবো তোমায় তুলে,
ভাষার জন্য দিলেন যাঁরা প্রাণ
তাঁদের স্মৃতির মিনারটাতে
দিতে হবে তুলে।
আমার কাছে অনেক ফুল
নিয়ে তোমরা যাও,
পথের শেষে
পথ পেরিয়ে
মিনার যদি পাও।
সেথায় গিয়ে
হৃদয় ঢেলে
ছুয়ে দিবে তুমি,
যাঁদের জন্য
আমরা আজও
রয়ে গেলাম ঋণী।