এই আমাদের সোনার গাঁ
এই আমাদের নদী,
যুগে যুগে যাচ্ছে বয়ে
একা নিরবধি।
নদীর তীরে কাশ বন
সাদায় সাদায় ভাসে,
সাঁঝের বেলা শিয়াল ভায়া
হুক্কা হুয়া ডাকে।
খেয়া ঘাটে করিম মাঝি
নৌকা নিয়ে যায়,
এ ঘাট থেকে ও ঘাট ধরে
খেয়া তরী বায়।
একে বেঁকে গ্রামটি ঘুরে
নদীর বয়ে চলা,
এ কুল ভেঙে ও কুল গড়ে
এই তো নদীর খেলা।