ঘাস বনে ফুল ফোটে
জল পড়ে আঙিনায়,
টুনটুনি বুলবুলি
উড়ে উড়ে গান গায়।
রাত শেষে জুঁই ঝরে
শিশিরের জবাফুল,
আকাশের তারা রা
আলো দিয়ে মশগুল।
দখিনা হাওয়া ঝরে
ধুলি-বালি চারদিক,
দোয়েলের কণ্ঠে
চিরচেনা সেই শিস।
কাশবনে বুনো হাঁস
ডিম পারে নিরবে,
মাছরাঙা মাছ লয়ে
উড়ে যায় আকাশে।
ফুলে ফুলে ভোমরা করে
শুধু গুন গুন,
ডালে ডালে উড়ে পাখি
করে শুধু টুন-টুন।
পালতোলা নৌকা
যায় চলে কোন দেশ,
গলা ছেরে মাঝি ভাই
গান ধরে আহা বেশ।
ঘোমটায় বৌ টি মুখ ঢাকে
লজ্জায়,
মুখটা রাঙিয়ে
শুধু শুধু পান খায়।
সব নিয়ে এই ভালো
আমাদের এই গাঁ
একবার ঘুরে ফিরে
এসে ভাই দেখে যা।