আজন্ম কাঙ্গাল থেকে গেলাম
পাবার কাঙ্গাল
কিছু হারাবার কাঙ্গাল
মিষ্টি হাসি, পেলব ঠোট, কাজল কালো আঁখির জলে
ডুব সাঁতার দিয়েছি অনেক
তোমাদের আঙিনার দরজার খুব কাছেই লাগানো
মাধবী লতার গাছ
আজও স্মৃতিরা রোমন্থন করে
কেউটে সাপের ফনা উদ্দোত ছোবলের অপেক্ষায়
প্রাণের আকুতি প্রাণেই কাঁদে
তুমি বোঝ না
নেবে না কাছে টেনে?
তোমার স্পর্শের খুব কাছে?
রাত ঘিরে আধারের দল
উদ্দাম নৃত্যে মাতে
চেনা ফুল অচেনা হয়
চেনা রাত আধারে বদলায়
একটি রঙিন প্রজাপতি উড়ে আসে
ভালবেসে ছুঁতে চায় তোমার রাঙা ঠোট
স্বর্ণলতা হয়ে বেঁধে নিতে চায় তোমার
বাহু থেকে কোমর
চুমুকের নীল স্বাদে
সিফেন জর্জেট শাড়ি উড়িয়ে বাতাসে
নতুন সূর্যোদয় আনবে ডেকে
বিজয়ের সোনালী প্রভাত
আবার তোমায় নিয়ে এগিয়ে যাবো
সম্মুখ পানে
এগিয়ে যাবো রঙিন সুতায় বাঁধবো
তোমার বাহু ডোর।