মসজিদ হতে আযানের সুরে ডাকছে মুয়াজ্জীন,
ফেলে রেখে চল মসজিদে তে ওরে মুমিন মুসলিম।
মুয়াজ্জীন বলে পৃথিবীতে আর কেউ নয় শুধু আল্লাহ মহান,
থাকিস তবে কেমন করে শুনে সেই আযান?
হৃদয়ে কি জাগে না পরকালের ভাবনা,
কত শত ব্যস্ত যতো পড়ে তুই থাকনা।
যখন বলে মুয়াজ্জীন ঘুম হতে নামাজ উত্তম
তখন তবে কেমন করে লেপ কাথায় ঘুমাস ওরে মন।
পাক নবীজির নামের সুধা
পান কর ওরে মনা মিটবে মনের যতো ক্ষুধা।
সকল পাপ যাবে ঘুচে যদি ধরিস হযরতের সেই সে রশি
যার জন্য জগৎ সৃজিলেন আরও সৃজিলেন রবি, শশি।
সে নবীর উম্মত হলে ফেতনা করিস কেন মিছে
তোর কি আর হয়না হুশ, ওরে বেহুঁশ বেলা শেষে।
নামাজ রোজা আর সুন্নত
আমরা নবীর শেষ উম্মত।
আঁকড়ে ধরে চলব যে পথ
যে পথ দেখিয়েছেন মোদের হযরত।
সকল পাপের পানা চেয়ে নিবো হয়ে পাক নবীর উম্মত
হে পেয়ারা নবী মোদের হযরত।