আমি বড্ড ঠোঁট কাটা, আমি নিজের মত করে একদম সহজ ভাষায় কবিতা টি লেখার চেষ্টা করেছি যদি কারো মনে আঘাত লেগে থাকে আমায় মার্জনা করবেন।



আহা!আজব এই দুনিয়া
কত রঙ্গেরই খেল
এখানে শুধু তেলা মাথায় তেল,
আর ন্যাড়া মাথায় ভাঙে কেবল বেল।


এখানে কেউ সেলিব্রেটির
আরোগ্যের জন্যে যাগযজ্ঞ রচে
আবার কেউবা,
প্রাণ ভিক্ষায় সরকারি হাসপাতালের
একটি বেড যাচে....


জগৎ এ এমন কিছু আছে মানুষ,
বড্ডই পা চাটা......
নাম,যশ,খ্যাতি আর টাকার গন্ধ পেলে
ধূতির কাছা হাতে
আর চপ্পল খুঁইয়ে পিছে পিছে ছোটা.....


এসব কেবলই লোক দেখানো,
মুখে অনুরাগী অনুরাগী বলে
কাজকর্ম ফেলে শুধু
নিজেকেই ঠকানো।


যে ছেলেটি ছিল
বাপ মায়ের শিবরাত্রির সলতে
হাতের মাত্র পাঁচ .....
বেড না পেয়ে হসপিটালের বাইরে
ট্রেচারে প্রাণ হারায়.....


তার বাবার পকেট ফাঁকা,
তাদের নেই টাকা।
আশে পাশে তাদের কেউ নেই
তারা  শুধু একা একা আর একা....


হে দয়াময়! দয়া করো জগৎ রে...
সেলিব্রেটি কিংবা সাধারন
সুস্থ কর দেও সবারে।