মুখোশ মুখোশ মুখোশ
আহা কত রংগের এই মুখোশ.
কেউ বা পরে জীবিকার তাগিদে,
আবার কেউ বা পরে,
বিষাক্ত ঝঁাঝঁালো কুমতলব ঢাকতে.
ভালো মানুষ সাজতে,
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা
সত্যকে অপ্রকাশ করতে.


অভিনেতা অভিনেত্রী অভিনয়ের শেষে,
মুখোশ খুলে ঘরে ফেরে
নিজের স্বরুপ, নিজের আবেশে.


তেমনি, সত্য কোনদিন ও চাপা থাকেনা.
একদিন মুখোশের আড়াল থেকে
বেরিয়ে আসবে,
আদিম বর্বর লাল টকটকে
বিষাক্ত সেই রূপ।
সেই দিন পাবে না ঠাঁই বিশ্বমাঝে
বাচার জন্য খুজবে বি্শ্বরুপ।


সকলের কাছে করি প্রার্থনা


মুখোশের ব্যবহারের করনা প্রবঞ্চনা,
মখোশের করো সঠিক ব্যবহার,
যে মুখোশ ওই মানুষ গুলির মুখে,
তুলে দেয় দুবেলার আহার।