আমার রাজাধিরাজ তুমি
তোমার বুকে স্রষ্টার বাস
তোমার চোখে ঝরিয়ে জল
কখনো আমি হবোনা সফল।


আঘাত দিয়ে ভাঙলে তোমার হৃদয়
স্রষ্টা হবেন না কখনো সদয়
যৌবন ব্যয় করেছো আমার তরে
বাসবো ভালো তোমায় প্রাণ ভরে।


দেখিয়েছিলে এ জগৎ
ল’য়ে ছিলে কাঁধে
নিজে কষ্টে দিনাতিপাত করে
মোরে সুখী রাখতে চেয়েছিলে ভবে।


আমার অসময়ে হয়েছিলে তুমি লাঠি
তোমার হাতে ভর দিয়ে চলতে শিখেছি পথ
তোমার অসময়ে হতে পারিনি তোমার হাতের লাঠি
অভাব অনটনে তোমাকে ছেড়ে যে প্রবাসে থাকি।


তুমি আমার মসজিদ, মন্দির, কা'বা
তোমার ভিতরে বাস করে ভগবান, স্রষ্টা
তুমি ছিলে আমার ব্যাথা-বেদনার দ্রষ্টা
তোমার হাসিতে মিটে মোর তৃষ্ণা।


তোমাকে কষ্টে নিপাতিত করে
কি করে ভালো থাকি আমি এই ভবে
সুখেদুখে থাকব এক সাথে
সর্বময় তুমি মোর হৃদয়ে রবে।


আমার বাবা জগৎ সেরা
বুকের ছাতিম দিয়ে দিতেন বেড়া
বাবা থাকলে পাশে
কলম চলে মোর ক্ষুরধার গতিতে।