আমি যদি শিল্পী হতাম
হৃদয় ক্যানভাসে খুব যতন করে তোমার ছবি একে রাখতাম।
আমি যদি কবি হতাম
প্রতিটি কবিতা তোমাকে নিয়ে লিখতাম।


আমি যদি রাখাল হতাম
বাঁশের বাঁশি কেবল তোমার জন্যই বাজাতাম।
আমি যদি মোমবাতির সুতো হতাম
শুধু তোমার জন্যই নিজেকে জ্বালাতাম।


আমি যদি চাঁদ হতাম
শুধু তোমার জন্যই সারারাত জেগে থাকতাম।
আমি যদি সমুদ্র হতাম
শুধু তোমার জন্যই নুরি ভরপুর করে রাখতাম।


আমি যদি বসন্তের ফুল হতাম
শুধু তোমার জন্যই ফুটতাম।
আমি যদি বসন্তের কোকিল হতাম
শুধু তোমার জন্যই বিরহের গান পাল্টে ভালোবাসার গান গাইতাম।


আমি যদি নুপুর হতাম
শুধু তোমার পায়ে রিনিঝিনি শব্দ ওঠতাম।
আমি যদি কাজল হতাম
শুধু তোমার চোখের শোভা বর্ধন করতাম।


আমি যদি তরী হতাম
শুধু তোমার জন্য নিজেকে অথৈজলে ভাসাতাম।
আমি যদি সাগর হতাম
শুধু তোমার জন্যই কল্লোল দিতাম।


আমি যদি রংধনু হতাম
শুধু তোমার জন্যই প্রতিদিন ওঠতাম।
আমি যদি আকাশ হতাম
শুধু তোমার জন্যই গাঢ় নীল সেজে থাকতাম।


আমি যদি বুনোহাঁস হতাম
শুধু তোমার জন্যই সারাদিন সাঁতার কাটতাম।
আমি যদি গাংচিল হতাম
শুধু তোমার জন্যই নিজেকে রোদ্দুরে পুড়াতাম।


আমি যদি পূর্ণিমা রাত হতাম
শুধু তোমার জন্যই নিজেকে দীর্ঘ করতাম।
আমি যদি ভোরের শিশির হতাম
শুধু তোমার কোমল পায়ের স্পর্শে মোর ঘুম ভাঙ্গাতাম।


আমি যদি রেশমী সুতো হতাম
শুধু তোমার গায়ের জামা হয়ে, তোমার ভেজা চুলের ঘ্রান নিতাম
আমি যদি মেহেদী পাতা হতাম
আমার রক্তে শুধু তোমার হাত রাঙাতাম।


আমি যদি তোমার বাড়ির উঠোন হতাম
প্রতিদিন তুমি আমার বুকে নৃত্য করতে।
আমি যদি তোমার পানি পানের গ্লাস হতাম
প্রতিদিন তুমি আমাকে দু ঠোঁটের স্পর্শ দিতে।


আমি যদি জায়নামাজ হতাম
খোদার তরে ফেলা চোখের জলে নিজেকে ভিজাতাম।
আমি যদি তছবি হতাম
দৈনিক কয়েকবার তোমার হাতের স্পর্শ পেতাম।


আমি যদি বাঁশ হতাম
তোমার ঘরের পাটি হতাম
আমি যদি কাফনের কাপড় হতাম
শেষ বিদায়েও তোমাকে জড়িয়ে রাখতাম।