আমি না পারছি রিক্সার পেঢেল মারতে
না পারছি ইট ভাটায় শ্রমিকের কাম করতে
ঘরে বৃদ্ধ বাবা মা আর ছোটছোট ভাইবোন
একটি চাকরির লাগি হন্য হয়ে ঘুরছি।


যেখানে যাই, সেখানেই সাইনবোর্ড দেখতে পাই
এখানে কোন কৌটা খালি নাই
না পারছি স্টেশনে দাড়িয়ে বাদাম বিক্রি করতে
কিংবা ফুটপাতের গলিতে চা বিক্রি করতে।


চাষের একটা জমি ছিলো তা-ও আবার লিজ দেয়া
কি করে চালাবো সংসার, তা নিয়ে মাথা ব্যাথা
বাবা-মা'র ঔষধ, ভাইবোনদের পড়ার খরচ
চাল,ডাল,সবজি - এই শহরে একটি চাকরি খুঁজছি।


নুন আনতে পানতা ফুরানোর পালা
মধ্যবিত্তের ঘরে জন্ম নেওয়াটাই জ্বালা
চোখে লাজ, বুকে ব্যর্থতার দীর্ঘশ্বাস
অক্টোপাসের মতো খামচে ধরছে চারপাশ।


মধ্যবিত্তরা পৃথ্বীর অভিশাপ, লাজে হাত পাততে পারেনা
স্বপ্ন ভাঙ্গার ভয়ে স্বপ্ন দেখতে পারেনা
চাকরি পেতে ঘুষের টাকা জোগাড় করতে পারেনা
ঝড়ের দাপটে ডানাভাঙা পাখির মতো কাতরায়।


ভাবছি, লাজলজ্জা পায়ে পিষে
সার্টিফিকেট গুলো দিয়ে ঠোঙ্গা বানিয়ে
শহরের কোন ব্যস্ত মোড়ে
লেগে যাবো বাদাম বিক্রির কাজে।


দিন শেষে যা পাই
বাবা-মা', ভাইবোনদের মুখে হাসি ফুটিয়ে
ডালভাতে সংসার চালিয়ে
কোনভাবে দিনাতিপাত করে যেতে চাই।