যদি ওপারের ডাক আসে
তোমায় ছেড়ে চলে যেতে হবে
যাবার বেলায় পাশে বসে
তোমার ললাট ছুঁয়ে দিয় মম ললাটে।


গভীর রাতে যখন পড়বে মনে
বসন্তের কোকিল হয়ে
গান শুনিয়ে যাবো তোমায়
ঘরের আঙ্গিনার আমড়া গাছের ডালে বসে।


ঘুম না আসা গ্রীষ্মের গরমে
মাথা কাটা যাবে শরমে
এ কথা না ভেবে উঠোনে যেও নীরবে  
বৃষ্টি হয়ে ভিজিয়ে যাবো তোমায়।


পৃথিবী গভীর নিদ্রায় গেলে
দক্ষিণা বাতায়ন খোলে
ক্ষানিকটা দাড়িয়ে থেকো পাশে
তোমার পছন্দের ফুলের ঘ্রাণ হয়ে মাতিয়ে যাবো তোমায়।


যদি কভু মনে পড়ে
আকাশ পানে দ্যাখো চেয়ে
তাঁরা হয়ে জ্বলে
তোমার পানে রইবো চেয়ে।