আজ বিজয়ের শপথ করি
স্বাধীনতার রাখব মান,
দেশের তরে, দশের তরে
মানবতার গাইব গান।


লোভ লালসার ঊর্ধ্বে উঠে
জাতির সেবায় দিব মন,
হিংসা বিভেদ ভুলে গিয়ে
এসো মোরা করি পণ।


দেশের চেয়ে বড় যে আর
এই ভুবনে কিছু নাই,
কোথায় গেলে বলো তবে
এমন সুখ আর শান্তি পাই।


মায়ের স্নেহ, ভালবাসা
বাবার সোহাগ পেয়ে সুখ,
ভাই-বোনেদের মুখের হাসি
ঘুচিয়ে দেয় সকল দুখ।


তবু কেন আজকে মোরা
ছুটছি সবে দিগ্বিদিক?
কিসের অভাব ঘুচতে তবে
পরের দেশে মাগছি ভিক?


দেশের টাকা লুটে যারা
দিচ্ছে পাড়ি পরের দেশ,
নিজের সুখের তরে তারা
দেশটাকে যে করছে শেষ।


মন থেকে আজ জানাই মোরা
তাদের তরে হাজার ধিক্,
শত্রু তারা দেশ ও জাতির
সব হারিয়ে বুঝবে ঠিক।


দেশের জন্য জীবন দিয়ে
শহীদ হলো লক্ষ ভাই,
তাঁদের তরে সালাম জানাই
আমরা তাঁদের ভুলি নাই।


তাঁরা আছে হৃদয় মাঝে
থাকবে বেঁচে চিরদিন,
শেষ হবে না সারা জীবন
তাদের কাছে মোদের ঋণ।


স্বাধীনতার জন্য তাঁরা
দিয়ে গেল নিজের প্রাণ,
বিনিময়ে স্বাধীনতা
করে গেল মোদের দান।