হৃদয় মাঝে বাজে আমার বিষাদেরই সুর,
জানিনা তো মুক্তি আমার আরও কতো দূর।
কি অপরাধ করেছি তার শাস্তি আমি পাই,
জানিনা তো আমি তাহা জানে আমার সাঁই।
ক্ষমা করো মোরে প্রভু ত্রুটি যদি হয়,
আমি তো এক অধম মানুষ ভুলের উর্ধ্বে নয়।
জেনে বা না জেনে আমি করেছি যে পাপ,
আছি আমি বিপদ মাঝে করো মোরে মাপ।
আমার ভুলের শান্তি যদি তুমি আমায় দাও,
সাধ্য নাহি সইতে পারি শাস্তি তুলে নাও।
ক্ষমা যদি করো তুমি কে জানিতে চায়?
তুমি ক্ষমা না করিলে কোথা যাবো হায়!
তোমারে যে প্রভু মানি আর তো কেহ নয়,
তোমার কুদরত দিয়ে প্রভু দূর করো মোর ভয়।