হে নারী! কেন কর অবহেলা মোরে?
আমি তো চাইনি কিছু তোমার কাছে,
কেবলই বন্ধুত্বের হাত বাড়াতে চেয়েছি।
নিঃসঙ্গতা কে দূরে ঠেলে
আনন্দে কাটাতে চেয়েছি কিছুটা সময়।
তা কি তোমার পছন্দ হলো না?
না কি তাতে তোমার মন ভরলো না?
আরো কিছু চাই তোমার?
হাঁ, চাইতেই পারো, কোন দোষ নেই তাতে।
কিন্তু আমার তো আর কিছু নেই দেয়ার,
নিঃশর্ত ভালোবাসা ছাড়া।
আজকাল স্বার্থ ছাড়া ভালোবাসা হয় না জানি।
সবাই যে স্বার্থ খোঁজে,
তোমার ও বা দোষ কি তাতে?
ভালো থেকো, আর কখনো তোমার সঙ্গ চাইবো না।
নিঃসঙ্গতাকেই আপন করে নেব।
ভুল যদি হয় কিছু ক্ষমা করো।