খোদা তোমার লীলা খেলা বোঝা বড় দায়
ইব্রাহিমের কোরবান তুমি বদলে দিলে হায়!
কবুল করলে পশু দিয়ে মানুষ মারো নাই
পরীক্ষাটা নিলে তুমি সফল হলো তাই।
আমরা মানুষ ভুলেই গেছি তোমার মহিমা
ভুলেই গেছি আমরা খোদা তোমার করুণা।
রক্ত মাংস চাও না তুমি চাও না কোনো ধন
চাও যে খোদা তুমি শুধু মানুষেরই মন।
তোমার জন্য কোরবান করলে তাতেই খুশি হও
নিয়ত দেখো টাকা-পয়সা অন্য কিছু নও।
আমরা মানুষ বুঝিনা তো কোনটা হয় যে ঠিক
আসল নকল চিনি না তো ঘুরি দিক বি-দিক।
সঠিক পথের দিশা তুমি আমাদেরকে দাও
ভুলভ্রান্তি সব ক্ষমা করে কবুল করে নাও।
আমরা পাপী আমরা তাপী আমরা অমানুষ
মহিমাতে তোমার খোদা ফেরাও মোদের হুস।
সঠিক পথে থাকতে আমরা তোমার দয়া চাই
তুমি ছাড়া দয়া করার আর তো কেহ নাই।
দয়া করো ওহে খোদা তুলি দু'টি হাত
আমার দোয়া কবুল করো করি মোনাজাত।