হৃদয় মাঝে কিসের এতো
শুণ্যতা হা-হা-কার?
বলো না গো মেয়ে আমায়
বলো তুমি যে কার?


এ হৃদয়ে বইছে দেখো
প্রেমের স্রোতধারা,
তোমায় পেয়ে কন্যা আমি
হলাম আত্মহারা।


এ হৃদয়ের কষ্টগুলো
বুঝ না তো তুমি,
তোমায় ছাড়া হৃদয় আমার
শুণ্য মরুভূমি।


বুঝতে তুমি পাওনা নাকি
বুঝেও চুপ থাকো,
চুপি চুপি ইশারাতে
আমায় কিগো ডাকো?


ভালোবাসায় সিক্ত করে
রাখবো মনের কোণে,
সারাটি দিন দেখব আমি
তোমায় ক্ষণে ক্ষণে।


আবেশ দিয়ে রেখো আমায়
যেও নাকো দুরে,
আমি যেন থাকি সদা
তোমার অন্তঃপুরে।


ভালোবাসা ছাড়া আমি
চাই না কিছু যে আর,
ভালোবেসে করো আমায়
তোমারি গলার হার।