বিধির বিধান না যায় খন্ডন
সর্বলোকে বলে,
অলসতায় থাকলে বসে
ভাগ্য কি আর টলে?


কষ্ট ছাড়া এই জগতে
হয়েছে কেউ ধনী?
জ্ঞানীগুণী রাজা-বাদশা
আমির কিংবা গনি?


নামি দামি এই জগতে
সফল হলেন যারা,
নিজ নিজ কাজের মধ্যে
ব্রতী ছিলেন তারা।


ভাগ্যগুণে ধন সম্পদের
মালিক ও হয় যদি,
কর্মগুণে সব হারিয়ে
বহে দুঃখের নদী।


ভাগ্য নিয়ে থাকলে বসে
দুর্ভাগ্য রয় পাশে,
পরিশ্রমী হলে তবে
সৌভাগ্যটা আসে।