খাঁচায় বন্দী পাখিটি কেন যে
ডাকিতেছে এতো হায়!
আদর যত্ন পেয়েও সেথায়
সুখ নাহি খুঁজে পায়।


দৃষ্টি তাহার সুদূর পানেতে
উড়ে যেতে মন চায়,
বন্ধুরা সব উড়িতেছে সেথা
বাঁধাহীন আঙিনায়।


প্রানটা তাহার ছটফট করে
কিছু যেন হেথা নাই,
বন্ধু তাহার ডাকাডাকি করে
বাহির পানেতে তাই।


শুষ্ক মরুতে গাছ কি গো বাঁচে
পানি যদি নাহি পায়,
ফুলের সুবাস ধরায় লুটায়
ধূসর মরুতে হায়!


স্বাধীনতা সুখ এ জীবন মাঝে
কে বল হারাতে চায়,
এর চেয়ে মধু এ ভুবনে আর
খুঁজে পাওয়া যে দায়।