হদয়ের স্পন্দন প্রিয়মুখ
  মায়ার অনুভূতি আবেগের সুখ,
জ্যোর্তিময় আলোর দীপ্তি
       ভালোবাসায় মুখরিত তৃপ্তি।
মেঘমালা যায় বহুদূর
                 মাধুরির টান সুমধুর,
জীবনের তিক্ত স্বাদ
                    যেন মরন ফাঁদ।
বর্ষায় অনুরাগিনী
              অমন করো না সজনী,
কদম-কেয়ার সুরভী
    বৃষ্টির ছোঁয়ায় মেতেছে কবরী।
মেঘমেদুর বিজলী চনমনে
            অভিমানী কথা দু’জনে,
উচ্ছৃঙ্খল ঝড়ের বাতাসে
           অবিরাম বর্ষণ তার সাথে।
ক্ষনিকের মেঘ উতলা আবেগ
            কেটে যায় ঝড়ের বেগ।
সূর্যের তেজে বলিয়ান
             মানবতার আদর্শ মহান,
ভ্রান্ত ধারণা ছঁড়ে ফেলে
        জাগতিক জ্ঞানে ওঠো দুলে।
মহিমা এ জীবনে
     জাগো মানবের হৃদয় কাননে।
(২৬ জুন ২০২০)