ছলনার মায়াজালে আটকায় মরীচিকার বালুচর,
বিপদে চেনা যায়, কে কতোটা আপন! কে পর!
হিংসার আগুন মুখোশের আড়ালে অজানা সব,
আঁধারে মিটিমিটি আলোয় ঝিঁঝি পোকার র’ব।