ভরা যৌবনের ছলছলে জলে,
ক্ষেতের সবুজ ঢেউ চোখে স্বপ্ন দিতো জ্বেলে!
একলা নিঃশব্দে; একাকী রাতে,
জীবনের নানা ঘাত-প্রতিঘাতে।
শরীর জ্বালানো তেজে,
অন্তর জুড়ে হৃদয়ের ভাাঁজে।
ভরা যৌবনে উড়ে যায় আামার জোনাকি!
স্নেহভরা দৃশ্যে আমি একা  বসে থাকি।
প্রেমপ্রীতির ছোঁয়া যেন আত্মঘাতি,
আমি খুঁজে ফিরি  গ্রাম বাংলার সেই স্মৃতি।
রৌদ্র-শিশিরে ভেজা হৃদয় যেন সিক্ত বাসনা,
ঝরে পড়ে ঘ্রাণে ---সে আমারই চেনা।