নিরন্তর লোভাতুর স্মৃতি এ শহরে
জীবন-জীবিকার সন্ধানে হাজারো
                              বুভুক্ষু জনতা!


দূরন্ত ভাবনায় চলে শ্যেন দৃষ্টি।
বিশ্বাস ঘাতকতার নীল নকশা
                           নীরবে সারারাত!


অজান্তেই দূরন্ত প্রবাহে সমস্যা ছোটে
ক্ষত-বিক্ষত বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো
                       এ শহরে প্রতিনিয়ত!


তারপর জমাট বাঁধে গুমোট হাহাকার
এর মাঝে চলে উত্থান-পতনের খেলা
                        শাসক আর জনতা!


ইতিহাসের স্বর্ণালী অধ্যায়ে এঁকে দেয়
জাতির বিশ্বাসঘাতকতার নীল নকশায়
                           কলঙ্কের তিলক!


তবু তিক্ত বঞ্চনা মায়াহীন শহরে
সকাল-সন্ধ্যা ছুঁটে চলি উর্ধ্বশ্বাসে
                           জীবিকার সন্ধানে!


বেঁচে থাকার কঠিন বিস্ময় বাস্তবতায়
প্রতারণার মাঝে বেড়ে উঠি প্রতিদিন
                            কর্ম কোলাহলে!


হেঁটে যাই শহরে, প্রতারণার বধ্যভূমিতে!
সারাক্ষণ, সারাদিন, সারাটি বছর ধরে
                                মৃত্যুর দিকে!
          (২৫ এপ্রিল ২০১২)