মুখপানে চেয়ে নীরবে
নিশ্চুপ দাঁড়িয়ে বাহিরে,
আঁধারে আলোর ধলক
চেয়ে আছে অপলক।
সারাবাড়ি ঘোরে আমারই সাথে
লুকায় নীরবে প্রার্থনা আঁচল পেতে,
বর্ষাদিনে কদম তলে
মালাগাঁথে শিউলি বকুল ফুলে।
শাড়ির আঁচলে মুখ ঢেকে
দাঁড়ায় বাহিরে গন্ধ শুকে,
আঙ্গিনায় আলো আঁধারের মাঝে
রাতদিন মিশে থাকে আপন কাজে।
ফাগুন উৎসবে বসন্ত বাড়িতে
হাত ধরে চলে হলুদ শাড়িতে,
রক্তজবা কিংবা পাতা ঝরা অরণ্যে
উৎসুক চেয়ে থাকে আমারই জন্যে।
আমি দেখি তার লুকায়িত হাসি
আনমনে বলে ভালোবাসি।
নীরবে অপলক চেয়ে থাকে
আপন কাজের ভীড়ের ফাঁকে।
(২৭ জুন ২০২০, শনিবার)