ক্ষমতা আর অর্থ মানুষকে দাম্ভিক অহমিকা শেখায়,
সমাজে মূল্যবোধের বিসর্জন সেতো নৈতিক অবক্ষয়।
মানবতার রঙমঞ্চে সমাজ রাষ্ট্রে দরকার সৎ সজ্জন,
মানবতাবোধ জাতীয়তাবোধে সামষ্টিক জীবনে অর্জন।
সংসারে সততা নৈতিকতা ব্যক্তিজীবনের আস্থার বিশ্বাস,
অনৈতিক আয় সাময়িক লাভ অচিরেই নামে ধস।