মানবতার সাথে কেন এতো দরকষাকষি!
মুক্তির ছায়াতলে চলো সবাই মিলে বসি।
শয়তানের প্রলোভনে ডুবছে আজ সত্যের পথ,
ধার্মিকের লেবসে, ভেবেছ কি! তুমি কতটা সৎ!