তার ডাকে
শঙ্কিত সত্তায় জেগে উঠি!
দুঃস্বপ্নের কণ্টকিত কালিমা নিয়ে,
ক্লান্তির মায়াজালে।
আবার নিদ্রায় আটকে পড়ি হিংসার করাল গ্রাসে,
মৃত্যুগন্ধী মাকড়সার বিষক্ত জালে;
লালসার প্রদীপে।
আক্রোশ পেরিয়ে উম্মাতাল ঘ্রাণে,
তার ডাকে
শঙ্কিত সত্তায় জেগে উঠি!
ক্লান্তি অবসাদের অপবাদ দুপুরে
রক্ত পিপাসার টানে, মরুঝড়ে টলি!
গোপন হতাশার দুঃস্বপ্নে তার ডাকে চলি।
নিত্য দিনের দৃশ্যে;
রূপসী চোখের মমতায়
ছুটে চলি ব্যস্ত ভঙ্গিতে দৃশ্যের আড়ালে।