আমার বোঝা বড্ড ভারী
যখন ছিলাম বেকার
সুখগুলো তাই সবার ছিলো
দুঃখ ছিলো একার।


এখন আমি রোজগার করি
কষ্টের ঘানি ঠেলে
কপোতিরা বাকুম বাকুম
করে পাখনা মেলে।


সুখের ভাগটা সবাই যে চায়
দুঃখের ভাগে নাই
দুধের মাছি দু’হাত দিয়ে
শুধুই এখন তাড়াই।


আমার জীবন আমিই বইবো
হোকনা যত ভারী
নিজেই বেয়ে দুঃখের সাগর
নিজেই দিবো পাড়ি।
২৯-৩-২০১৮