ম ম জামান
[আজকাল নিজের নামটাকেও ভারী মনে হয়। তাই ভারী নামটাকে ছেটে হাল্কা করতে শুরু করলাম। ভাবছি লেখক নাম এটাই হবে।]


ফুল ঝোপে
চুপে চুপে
মুখ রেখে
করে তুমি
মধু পান
হরষেতে
করে যাও
সুমধুর
কলতান।
কত ফুল
যায় ঝরে
অবহেলা
অনাদরে
রাখো না তো
খোঁজ তার
তবু বলো
এটা নাকি
শান্তি সাম্য
একতার
জয়োগান!
দেখে না যে
অপরের
সুখ দুখ
তার মুখে
সমতার
বাণী সে তো
বড় বেশি
বেমানান।
৭-২-২০১৯