রবীন্দ্রসরোবর সে এক প্রেমের নগর। প্রাণের অধিক -
প্রেম এখানে এখন জমা হয় গাছের ছায়ায়
চোখে চোখে স্বপন অঞ্জন; ওভার ব্রিজের
সিঁড়িতে সিঁড়িতে মানুষের স্বর মুখর গুঞ্জন
কলকল জলের ভেতর জোনাকির সাদা আলো
কনক্রিটের পাঁজরে দিনগুলো বেঘোরে ঘুমায়
হরিদাভ বিকেল হারিয়ে সবাই এখানে দেখে রাতে
নক্ষত্রের কোলাহল। কেউ এখানে অর্জন করে প্রেম
কেউ বিসর্জন দিয়ে যায় লেকের পাতালে।


নিসর্গের নিরোধ নৈকট্য খুলে দেয় আমাদের
শামুক খোলস; নব পৃথিবীর দ্বার খুলে দেয়
অনুপম মূর্ছনায়
একে অপরের কাছে ছুটে আসা অন্তরের আহবানে
লিখে রাখে মায়ার মেদিনী স্নিগ্ধ কলরবে
সরোবর কিনারে তরুরাজির পাতায় পাতায়
ভোরের সূর্যের মতোন তোমার আমার সোনালি
স্মৃতি ভরপুর
ভাবনায় কত কাছে তুমি অথচ বাস্তবে কত দূর!
৩০-০৬-২০২২