চারদিকে যখন শুধুই হাহাকার
ধ্বংস আর আতংকের জীবন
ভালোবাসা আর শান্তির কল্পকাহিনী
কি করে লিখি তখন?
আমারও তো আছে মানব জনম!!


বীভৎসতা যখন চরমে,
মানুষ মরে কারণে অকারণে
নিত্য এমন চিত্র দেখেও
আমিত্বরা মশগুল খামখেয়ালে
কি এসব চলছে আকাশ তলে!!
সাধু সন্ন্যাসী, শিক্ষাবিদ বুদ্ধিজীবী
অসঙ্গতিতেও দিব্যি মূর্তিয়মান
সমাজপতি রাজনীতিবিদ কিংবা তরুণ যুবা
ভয়ে ভীত কাপুরুষোচিতের অন্তপ্রাণ।


রচনাকাল :-
৪টা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।
১৭ই এপ্রিল ২০১৯ ইং।
তাবুক, সৌদিআরব।