লক্ষ টাকা উড়াও বিলাসীতায়
নাম কামানোর নামে;
এদিকে আমজনতার,
দু মুঠো খাবার যোগাতে
রক্ত পানি করা শরীর ঘামে।
সেকি তুমি হীরক রাজার
এমপি মন্ত্রীরা জানে?


হামলা মামলা আর বুলেটে
তোমার করুণাময়ে বাঁচা
বীভৎসতার করুণ চিত্রায়নে
বেদনা বিধুরে বাংলা ঠাসা।
দল কানারাও দানের পাশা
বুঝে আজ কোন শালা?


ক্ষুধার্তদের গলায় কেন  
রাষ্ট্রযন্ত্রের চেপে ধরা
মশিউর রাশেদ নুরুল হকদের
চিরুনি বিধানে ধরে ধরে মারা?
বরকত, মতিউর, আসাদের রক্তে কেনা
মৃতপ্রায় আজ সাত কোটির স্বপ্নের ধরা!


ক্ষমতার প্রবল দাপটে
শেয়াল শকুনের ডাকা নিলামে
কিসের বিনিময়ে নিলে এই বাংলা ইজারা?


রচনাকাল :-
১২ই চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ।
২৬শে মার্চ ২০১৯ইং।
তাবুক, সৌদিআরব।