জীবন মানে কি?
ভোরে ঘুম থেকে ওঠা
নাকি দুপুরের কাটফাটা রোদে শুধুই হেঁটে চলা?
জীবন মানে কি?
আলসে বিকেল খোঁজা?
নাকি সঙ্গিহীন পার্কে কিংবা লেকের ধারে বসে থাকা?
জীবন মানে কি?
দিনের পরিসমাপ্তির খুঁজে বাড়ি ফেরা
নাকি হা হুতাশায় নিদ্রামগ্নে যাওয়া?
জীবন মানে কি?  
শুধুই পায়ের নিচে মাটির আলিঙ্গন
নাকি স্বপ্ন জয়ের অপেক্ষায় বুনা হাজারো আয়োজন?
জীবন মানে কি?
গদ্য পদ্যে ভারসাম্য খোঁজা
নাকি গপদ্যের অন্তরালে সাহিত্য বোঝা?
জীবন মানে কি?
ছায়ানট কিংবা রমনার বটমূলে বসন্ত বরণ
নাকি জলভরা দৃষ্টিতে ষ্টেশনের মানুষগুলো দেখা?
জীবন মানে কি?
আমিত্বের জয়জয়কার
নাকি মনুষ্যত্ব আর মানবতার?


জীবনের মানে কি?
হ্যাঁ জীবনের অর্থটাই বলে দাও।
আমি চুপসে যাব।
আমি জীবনের মানে খুঁজে
ফ্যাসিবাদী তকমা আর চাই না।