আমি দেখিনা কোন বিধর্মীকে
কুরআন তিলাওয়াতে হতে মশগুল
কিন্তু দেখি, আরো বেশি দেখি
মুসলিমকে পূজোয় দিতে ফুল!


আমি দেখিনা কভু কোন বিধর্মীকে
নামাজ পড়তে যেতে মসজিদে
কিন্তু দেখি, দেখি আরো বেশি
মুসলিমকে গীর্জায় চার্জে মন্দিরে!


আমি দেখিনা কভু কোন বিধর্মীকে
ঈদ উৎসব পালন করতে
কিন্তু দেখি এবং আরো অনেক বেশি দেখি
মুসলিমকে হুলি আর বড়দিন পালন করতে!


আমি দেখিনা কোন বিধর্মীকে
তাঁর আপন ধর্ম ভুলে পর ধর্মে মাততে
কিন্তু দেখি, কি ভয়ার্তভাবেই না দেখি
মুসলিমকে তাঁর অতীত শৌর্যবীর্য ভুলতে!


কি হল তোমার?
হে মুসলিম!  
কেন এতটা ভুল, কীসের মোহে?
পর ধর্মে তোমার প্রেম প্রীতি?
আজ জবাব দাও?
কেন ভালো লাগেনা নিজ ধর্মের রীতিনীতি?


রচনাকাল :-
১৩ই চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ।
২৭শে মার্চ ২০১৯ইং।
তাবুক, সৌদিআরব।