পূর্বপ্রাণ,
ছেড়ে গেছে এই পৃথিবী
ছেড়ে যাব বর্তমান আমরা
ছিন্ন করে মায়ার বাঁধন
ডাক মারিলে মাওলা।
আমীর ফকির কিংবা মিসকিন
মরতে হবে সবাই একদিন
মহান রাব্বুলের আছে যত সৃষ্টি
অমরত্বহীন সব দৃ‌ষ্টি।


গায়ের জোরে গরিব মেরে
ব্যাংক ব্যালেন্সে পাহাড়
কি হবে মরে গেলে এতসবে
সাদা কাফনই যে শুধু তোমার।


সুদ ঘুষের টাকায় বিশাল অট্টালিকা
পশু পক্ষী আর তৈলচিত্রে কেন সাঁজাও
তোমার একদিন ডুবেই যাবে
যত আছে অহংকারীর ছাউ আর নাও!


রুপ যৌবনের কেন করো ভড়ায়
যৌবনহীনা কালোকে করে তুচ্ছ
চিন্তা কি করে দেখেছ কভু
নিজে কতটুকু স্বচ্ছ?


বেঁচে নাই পূর্বপ্রাণ কেহ এই দুনিয়ায়
যায় যাইয়ে চলন্ত বর্তমান
যাবে চলে যত সব ভবিষ্যত
মনটাকে খুব নরম করো
পরো-না আর মিছে মায়ার ছলে
খোঁজ কোনটা তোমার সঠিক পথ।


জন্ম মৃতময়
ভুলে যাও কীসের মোহে
জীবন যৌবন বার্ধক্যের দ্রোহে
কি আর এমন শিখলে?


রচনাকাল :-
১৫ই ফ্রেব্রুয়ারি ২০১৯ইং
তাবুক, সৌদিআরব।