এদেশের বানিয়ে বুঝিবে আর কে ভাই
সবাই যে মরে গেছে হয়া!
আছে যারা তারা পশুর-ই মা'য়,
মানুষ তো আর নই!
এদেশের নিত্য বাণী বুঝিবেনা আর কেউ
সে কথা ভাবিতে হায় প্রাণটা আমার ফেটে যায়!
হৃদয়টা কেঁদে মরে চোখে না জমে পানি,
এমনি কি হওয়ার ছিল জীবন জার্নি
ভালোবেসে প্রিয় মাতৃভূমি?
কিছুদিন আগেও মানুষ ছিল যত
আজ বিলাস ব্যসনে অবিরত
দেশটা ভাসিয়ে ব্যথার জোয়ারে
জন্ম দিচ্ছে আবার হিংস্র পশু জাগ্রত।
কী করে বুঝবে তারা এদেশের দুঃখ
সুখের সূর্য যাচ্ছে অস্ত
কোথাও নেই ক্ষণিক সু-বসন্ত!
বিবর্জিত মানবতা শান্তি সুখের নেই চঞ্চলতা
বাংলা এখন আসন্ন ধ্বংস প্রান্ত।
এদেশের বাণী বুঝিবেনা আর কেউ
ভেবে ক্লান্ত মম প্রাণ নিঃস্ব
তবুও দেখিনা কোথাও বাংলার একটি শিষ্য।
ধন্য ধান্যের বাংলা আজ শূন্যতা-ই ভরা
চোখের জলে ভরেছে পদ্মা মেঘনা যমুনা সারা
লক্ষ হাজার কোটি প্রাণে ভরা
তবুও বাংলা আজ মানুষহারা।