প্রিয় মা, মাগো! ওমা আমার
দূর থেকে সালাম জানায়
হূদয়ের অন্তস্তলের ভালবাসা নিও।
নীলপ্রবাসের জীবন আমার
বিষম বিষাক্ত বিষের মতো লাগে
এত কষ্ট আর এত্তো শূন্যতা এই মরুবাসে
বুঝিনাই তো ভোগের আগে।


মাগো!
তুমি নাই, নাই বাবা-ভাই পাশে
চোখের জলে শুধুই বুকটা ভাসে
কাজের শেষে দিবানিশি
পেতাম যদি তোমায় পাশে
থাকতাম যদি তোমার আচঁলের ছায়াতলে
শোক দুঃখ আছে যত এই মনে
মুছে যেত এক নিমিষে।


দূর বহুদূরে আছি মাগো
চাইলেই পারিনা আসিতে তোমার কাছে
কাজ আর কাজ শুধুই কাজ
নেইকো কাজের শেষ
মনের চাওয়াগুলি তাইতো আজ
চটফটিয়ে কাঁদছে অনিঃশেষ।