হাজারো ব্যথা আর দুঃখ দূর্দশায় থেকেও
দাঁত কেলিয়ে "ভালো আছি" বলাতে
জীবন কি আর চলে?  
এক চিলতে সেই হাসিতে
কতই না নির্মমতা লুকিয়ে থাকে!!


তবুও হাসতে ভুলে যায়নি
মধ্যবিত্তের রগ বাঁকা ছোট ছেলেটি
আজ তাহার সেই হাসিতে হেসে উঠুক
যারা বহুদিন ধরে একটু হাসেনি!!


হে বিশ্ববাসী,
বীভৎস এই সময়ে আসুন
মধ্যবিত্তের হাসিটাই হাসি
আর জেনে বুঝে লয়
জীবন কেমন সাদা কালো দূসর রঙধনুময়?


কষ্ট তো মধ্যবিত্তে অবরুদ্ধদেরও হয়
আজ যেমন করোনাতে জগৎবাসী
সেটাই মধ্যবিত্তে রুটিন ক্ষুধার রুটি!!


রচনাকাল :-
২৪শে জুলাই ২০২০ইং
ছানাইয়া, রিয়াদ সৌদিআরব।