স্রষ্টা-সৃষ্টিতেই স্বার্থের কঠিন যোগসাজুস
স্বার্থবিরোধী কে হয় নিছক নিতান্তই মানুষ
অমলিত সুধাপানেও অমরত্বের স্বার্থ
স্বার্থের করোনাতেই স্বরগুলি উঁচু-নিচু
স্বার্থসন্ধি জীবনের রং গন্ধ স্বাদ -
বিবর্ণ রঙধনু করুণ অভিশাপ।


স্রষ্টা স্বার্থবাদী
সৃষ্টি কি করে হয় স্বার্থবিরোধী?


স্বার্থবাদী চির কল্যাণকর
স্বার্থবিরোধী কল্যাণ অকল্যাণে ভরপুর
হাবিল কাবিলে বড্ড প্রখর
ফেরাউন ইয়াজিদে উন্নত শহর!



রচনাকাল ১৫ই মে ২০২০ইং
তাবুক, সৌদিআরব।