দুষ্টু দামাল ছেমে'র মিষ্টি হৃদয়
শত বাঁধা বিপত্তি আর গ্লানির ভয়,
জাগ্রত বিদ্রোহী জয়ের অভয়ারণ্য
লিখেছে আজ ইতিহাস এক মনোরম মনোময়  
শাহবাগ অনুরাগী মন সকল করে জয়।
দুষ্টু দামাল ছেমে'র বিজয় নিশান উড়ছে দ্যাখো
উত্তর-দক্ষিণে, পূর্ব-পশ্চিমে  
আকাশে পাতালে, মধ্য সীমান্তে
বাংলা বীরের তরে গেয়ে সন্তুষ্টির জয়গান।
এদেশেতেই জন্ম রাষ্ট্র নায়ক মুজিব, জিয়ার
এখনো বর্তমান এই দেশে অগ্নিকন্যাদ্বয়
কেউ পারেনি চোয়াল্লিশ বছরের জমানো ব্যাথার করিতে অবসান
করেছে আজ শাহবাগ মোড়ে জড়ো হওয়া সন্তান।
কোন নামে ডাকি, গাহি তাদের জয়গান
বাড়ায় তাদের আরো মান আর সম্মান।
সেই ভেবে হয় ক্লান্ত শ্রান্ত পেরেশান
প্রকাশহীন আমি নব প্রমাণ।।


শাহবাগের হার না মানা বিদ্রোহী গর্জনে
একটি দেশের একটি জাতির লক্ষ্য কোটি প্রাণের দায়বদ্ধতা আর অভিশাপের যত গ্লানি
সবই আজ দেখাচ্ছে বিশ্রী, মলিনতা    
ইমরান, জুনায়েদ, বিধবা পল্লীর মুখে
ফুটেছে চাঁদ সূর্যের উজ্জ্বলতা।
শফিক মতিউর আসাদ সুফিয়া কামালের
অপূর্ণ চাওয়ায় পাওয়া তৃপ্তির পূর্ণতা।
শাহবাগ করেছে বিলীন বাঙালির অতৃপ্তির চরণ
একাত্তরের শহীদ, গাজী, বীরাঙ্গনাদের ব্যথা
যুদ্ধাহত মুক্তিকামীর দীর্ঘশ্বাসের করুণ উচ্ছলতা।।
অবাক বিশ্ময়ে দেখছে সবাই
শাহবাগের তরুণ তরুণীর চির অম্লান বিজয়
টেকনাফ থেকে তেতুলিয়াময়।।


একাত্তরের সন্তান হারানো মা-বাবার জয়
ভাই হারানো ভাইয়ের জয়
মা বোনের সম্ভ্রম হারানোর বোবা কান্নার জয়
সর্বপরি এক সাগর রক্তের জয়
পূর্ণরূপে চোয়াল্লিশ বছর পরে হলেও দিল মুজে
হাজার বছরের শ্রেষ্ঠ বাংলা বল
শাহবাগের মোড়ে জড়ো হওয়া
বৈষম্যহীন চির সবুজের কণ্ঠবল।।