শুরু থেকেই শুধু প্রেম ভালবাসা নয়
কিছু রাগ কিছু ক্ষোভ পুশে রেখো
নিতান্তই আপন মনের খেয়ালে ভেতরে বাহিরে।  
যেমন ফুলে ফলে ভারে নত বৃক্ষরাজি ...
কিছু দূর্বাকমল কোমলাঙ্গে কাঁটা দিয়ে আছে সেজে।
যেথায় আছে লোভ লালসার মস্তবড় মুখ
প্রভুত্বের নীল চাহনিতে বিবর্ণ জনগনমন
হাহাকারের দর্পণ ঈর্ষান্বিত অন্যায় অবিচারের সহসা ছোবল
মরণোত্তরের আগে সইবে কেমনে?
কোন উপশমে?
তাই বলছি রাগ কিংবা ক্ষোভ
এতটুকু হলেও রেখে দিও মনের কোনো কোণে।
মঙ্গলময়- শুধু প্রেম নয়, নয় ভালবাসা
কখনো ক্ষমার অযোগ্যতেও মহত্বের আছে সুসজ্জা।
আমি তুমি আমরা সবাই সাধারণ
কেউই নই অসাধারণ ছোট বড় মাঝারি সাদা কালো
খাটো লম্বা, কার শরীরে নেই রক্ত কিংবা চামড়া?
জ্যোতিময় বিলাস ব্যসনের পরিপাটি।
কিন্তু আমাদের এই ক্ষমা ত্যাগ তিতিক্ষা শুধু
পিছুটান, অন্ধরন আর হাজারো প্রতিবন্ধকতার অন্য নাম।
চারদিকে নর পশুদের নগ্ন তর্জনে গর্জনে
বিষবাষ্পের রোষানলেও
প্রেমহীন, ভালবাসাহীন
রাগ ক্ষোভ কিংবা ঘৃণার রেখো একটি মন।


রচনাকাল :-
৩১শে মে ২০১৭ইং
আরজান, তাবুক, সৌদিআরব।