জীবন আজ বলছে কানে কানে
মানুষ গুলি ব্যস্ত সবাই আমিত্বের টানে
স্বপ্ন গুলোও বলছে চুপি চুপি
জীবন কেন এত বহুরূপী?
সামনে পিছে স্বার্থলোভী
মনুষ্যত্বহীন ইবলিসমুতি।


মানুষ একা,
হ্যাঁ শুধু মানুষই একলা,
মানুষ একলা মাতৃগর্ভে
একলা মানুষ কবর কিংবা চিতায়
আর বাকিটা সময়
মিছামিছি রয় কোলাহলময়
একলা না থাকার করে অভিনয়।।


আমল আখলাকই হবে পরিশেষে
পরম বন্ধু তোমার
কবর মিজান হাশরে
কুরআন হাদিসের আলোকে
মুমিন মুসলিমদের পথে
চল যদি ভবের এই সংসারে
জান্নাত তবে তোমারই তরে।।


রচনাকাল :-
৪টা চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ।
১৮ই মার্চ ২০১৯ইং।
তাবুক, সৌদিআরব।